

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর উত্তরখান কাঁচকুড়া কলেজের সভাপতি একরামুল কবির জানডারকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে রবিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন এবং তাকে অবাঞ্জিত ঘোষণা করেন। এলাকাবাসি অভিযোগ করে বলেন একরামুল কবির জানডার স্বৈরাচার শেখ হাসিনার দোসর এবং তিনি ঢাকা-১৮ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি হাবিব হাসানের ঘনিষ্ঠ সহযোগী। তারা আরও জানান, কোন এক বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে গত ৯ জুলাই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন । কিন্তু বিএনপির নেতারা দাবি করেছেন বিএনপি নেতারা কখনো আওয়ামীলীগের মত অমানুষিক খুনি প্রকৃতির কাউকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ভাবে সমর্থন করতে পারে না। তারা দাবি করেন, রাজধানীর উত্তরায় জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দলের বিরোধী ও ছাত্রদের ওপর হামলায় জড়িত বলে পরিচিত খুনি হাবিব হাসানের সহযোগীকে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তারা কখনোই মেনে নেবেন না। মানববন্ধনে একরামুল জানডারের এবং সাবেক এমপি হাবিব হাসানের একযোগে থাকা বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কার্যক্রমের ফটোগ্রাফপ্রদর্শন করা হয় । এলাকাবাসী এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন এমন একজনকে আমরা কখনোই কলেজের সভাপতি হিসেবে দেখতে চাই না। যদি আমরা তাকে ভবিষ্যতে কলেজের সামনে তাঁকে দেখি তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব। বিক্ষোভকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উদ্দেশ্য করে দাবি জানান যে ভুল তথ্যের ভিত্তিতে একরামুল কবির জানডার কে নিয়োগ করে থাকলে তা অবিলম্বে খতিয়ে দেখে পদ থেকে অব্যাহতি প্রদান করা হোক। তারা স্মরণ করিয়ে দেন—এই কলেজটি তাদের পূর্বপুরুষেরা তিল তিল করে গড়েছেন সাধারণ মানুষের ক্ষুদ্র সঞ্চয় ও চাঁদা থেকেই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে—তাই এটা কোনো অনভিষিক্ত বা বিতর্কিত ব্যক্তির হাতেই চলে যাওয়া উচিত নয়। আন্দোলনরত এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, এই এলাকায় শহীদ জুবায়েরসহ তিনজন ছাত্র নিহত হয়েছেন—তার বেদনাই এখনো তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়—এই ব্যথা ও স্মৃতির প্রতিফলন থেকেও তারা বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না। মানববন্ধনের আগে কলেজের অধ্যক্ষ মতলব হোসেনের কক্ষে এলাকাবাসীরা উপস্থিত থেকে সার্বিক বিষয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং কোনোভাবেই জানডার যেন কলেজে এসে অধ্যাপকের সঙ্গে বৈঠক করে অথবা সভাপতি হিসেবে কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে এলাকাবাসি অধ্যক্ষকে অনুরোধ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে স্থানীয় এলাকাবাসী একরামুল কবির জানডারকে অবাঞ্চিত ঘোষণা করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও উচ্চতর কর্তৃপক্ষের নিকট জানডারকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।






