
আল আমিন মন্ডল (বগুড়া) ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী ঐতিহ্যবাহী কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ে ৮টি ব্যাচ ভিক্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদলের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদেল সদস্য এ আই ফয়সাল খান জনি। কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ের নব-নির্র্বাচিত সভাপতি জান্নাতুল ইসলাম রুমেন খানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নœা’র পৃষ্টপোষকতায় এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও দক্ষিনপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, কাগইল ইউপির প্যালেন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাজেদুর রহমান শামীম। সার্বিক দিক-নিদেশনায় এবং আয়োজনে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী আসাদ্জ্জুামান নূর রাকু, আবু হাসানাত মিলন, তানভীর তারেক নিশান, রবিউল ইসলাম, সামছে তাবরীজ অতনু, রাকিবুল হাসান, গুপ্ত দাস প্রমূখ। খেলায় ২০১৭ইং তম ব্যাচের শিক্ষার্থীরা বিজয়ী হন।
আনার-আপ হন ২০০৮ইং ব্যাচের শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২য়দিনেও ক্রিকেট খেলা দেখতে এসে শুভেচ্ছা বিনিময়কালে কাগইল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের জেন ‘মিলন মেলায়’ পরিনিত হয়।






