
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ করেন সংস্কৃতি মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। ২০ এপ্রিল দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা এর সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আ’লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধাণ, প্রধান শিক্ষম মনিরুজ্জামান, মমতাজ উদ্দিন প্রমূখ।






