কাপাসিয়ায় ‘মাদারাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত

0
257
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র পেশাজীবি অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ৩০ মার্চ, শনিবার বেলা ২ টায় ঐতিহ্যবাহী কাপাসিয়া সিনিয়র আলিম মাদরাসা মাঠে (বরুন) ‘মাদরাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে এবং জমিয়াতুল মোদার্রেছীনের প্রচার সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির সেক্রেটারী আলহাজ¦ অধ্যক্ষ মাও. মোঃ জহিরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. মোঃ আমানত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম-মহাসচিব আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক, সহকারি মহাসচিব আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, আলহাজ¦ ড. অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিছ খান, আলহাজ¦ অধ্যক্ষ আবু ইউছুফ, আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছাদিক, কাপাসিয়া সিনিয়র আলিম মাদরাসা গর্ভণিং বডির সভাপতি আলহাজ¦ ডাঃ মোঃ আলহাজ¦ আবদুল কাদের, জমিয়তের উপদেষ্টা সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা স ম আবদুল হাকিম জেহাদী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা আঃ জলিল, গাজীপুর মহানগর শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল মান্নান, জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ মোমতাজী, গাজীপুর জেলার যুগ্ম-সম্পাদক আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন, কাপাসিয়া উপজেলার আহŸায়ক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জয়নাল আবিদীন, সদস্য সচিব মাওলানা মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।
বায়রাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষকদের একক ও বৃত্তম পেশাজীবী সংগঠন। এই সংগঠন মাদরাসা শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন ও যৌক্তিক দাবী পুরনে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। মাদরাসা শিক্ষকদের বর্তমান আর্থসামাজিক অবস্থার উন্নয়নে জমিয়তের ভ‚মিকা অনস্বিকার্য। বর্তমান সরকারের আমলে মাদরাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটেছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি পেয়েছে। অনেক দাবী পুরন হয়েছে।
তিনি আরো বলেন, আমরা এমপিও ভুক্ত, ননএমপিও ভুক্ত সকল শিক্ষঅ প্রতিষ্ঠান জাতীয় করণ চাই। সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী একযুগে জাতীয় করণ ঘোষনা দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যমুনি সেতুর মত অনেক সাহসী পদক্ষেপ গ্রহন করেছেন। বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণের ঘোষনা বর্তমান প্রধান মন্ত্রীর দ্বারাই সম্ভব। তিনি আরো বলেন, বিচারপতি, বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরীর বয়স বাড়ানো হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে। বেসরকারি শিক্ষকদের চাকরী ৬০ থেকে ২ বছর বাড়িয়ে ৬২ বছর করতে হবে। স্কুল-কলেজের শিক্ষকগণ মাদরাসা শিক্ষকদের এক সপ্তাহ আগে বেতন ছাড় পান। এ অবস্থারও পরিবর্তন হবে বলেও তিনি দাবী করেন। মাদরাসা শিক্ষকরা সমাজের আদর্শ। আমাদেরও জাতীকে কিছু দিতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনি মাদরাসা শিক্ষকদের প্রতি আহবান জানান।
পরে রাউৎকোনা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জয়নাল আবিদীনকে সভাপতি করে কাপাসিয়া উপজেলা জমিয়তুল মোদার্রেছীনের নতুন কমিটি ঘোষনা করা হয়। দ্রæত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার দাখিল, আলিম ও ফাজিল মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here