
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে ভূতের বাজার নামক স্থানে ভাওয়াল পরিবহন লি: এর (ঢাকা মেট্রো ব ১১-৯৪৬৮) একটি গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কাঠাল গাছের সাথে ধাক্কা লেগে হেলপার সহ ২ জন নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন।
২৩ জুলাই দুপুরে কাপাসিয়া থেকে ঢাকা গামী ভাওয়াল পরিবহন লি: এর (ঢাকা মেট্রো ব ১১-৯৪৬৮) একটি মিনিবাস ভূতের বাজার নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কাঠাল গাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটানা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা ফারহানা ২ জনকে মৃত ঘোষনা করেন।
নিহতরা হলেন কাপাসিয়ার শাহজাহানের ছেলে মানিক মিয়া (৩০) চট্রগ্রামের সাইফুজ্জামান (৩২)।
আহতরা হলেন রাজেন্দ্রপুরের মনোরঞ্জন সরকারের ছেলে চন্দন সরকার(৩৩), কালিগঞ্জের আলতাফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন(৩৮), ভবানিপুরের দিরেন্দ্র কুমারের ছেলে গোরবধন(৪৮) উত্তর খামের গ্রামের আতাউরের মেয়ে তায়বা আক্তার(২১), চালা বাজার এলাকার আ: সামাদের ছেলে আতিক(২২)। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথকিম চিকিৎসার পর ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এসআই হাসান আল মামুন, কাপাসিয়া সড়ক দূর্ঘটানায় ২ জন নিহত নিশ্চিত করেন।
