কৃষি শুমারী কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক

0
177
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ “কৃষি শুমারী সফল করি,সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ে কৃষি শুমারী তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা পরিসংখান অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিসংখ্যান অফিসে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্হিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব শীলাব্রত কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,জেলা পরিসংখ্যান কার্যালয় ঠাকুরগাঁও এর উপপরিচালক জনাব আবু সালেহ মো. রব্বানী সহ জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে বেলুন উড়িয়ে কৃষি শুমারী তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ।
জেলার ৫ টি উপজেলায় মোট ২২ টি জোনে ২২ জন জোনাল অফিসার ও ১৫০৬ জন গণনাকারী এবং ২৪৯ জন সুপারভাইজার কাজ করবেন। ৯ জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত কৃষি (শস্য,মৎস্য ও প্রানিজ সম্পদ) শুমারী তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here