গাইবান্ধার ফুলছড়িতে ৫শ বন্যার্ত পরিবারের মাঝে ফুট প্যাকেজ বিতরণ

0
203
728×90 Banner

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ গ্রামীণ ফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (জিপিইইউ) এর সৌজন্যে গাইবান্ধা জেলার ফুলছড়্ উিপজেলার উদাখালী ইউপি’র গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসী ৫শ’ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় গ্রামীণ ফোন এমপ্লয়ীজ ইউনিয়ন বন্যার্ত মানুষের পাশে দাড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করে চলেছে। এরই অংশ হিসেবে ৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে গলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এবং জিপি হাউস এর আহ্বায়ক এ.এন.এম আল ফারাবি, উপদেষ্টা আতিকুল্লাহ মির্জা, দপ্তর সম্পাদক এস.এম. সায়েম, এরিয়া ম্যানেজার ফারহানা খাতুন, স্থানীয় সমন্বয়ক শাহ মোঃ জামিল প্রমুখ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম টলস্টয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমানয়ারা বেগম মেরী, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here