গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতারক ও দালাল চক্রের ১৫ সদস্য আটক

0
287
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চিকিৎসার সাথে জড়িত প্রতারক ও দালাল চক্রের ১৫ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
আজ ৪ আগস্ট ২০১৯ দুপুরে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক/দালাল চক্র প্রতারণা করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব থান্দার কামরুজ্জামান এর উপস্থিতিতে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল এর চিকিৎসার সাথে জড়িত প্রতারক/দালাল চক্রের ১৫ জন আসামী যথাক্রমে ১। মোঃ আলম ভূইয়া(২৯), পিতা-হারুন উর-রশিদ, সাং-বারিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৭৬/১৯, ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ২। মোঃ আশরাফুল ইসলাম(২২), পিতা-আতিকুর রহমান, সাং-হাজীবাগ, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৭৭/১৯, ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩। মোঃ সুমন মোল্লা(৩০), পিতা-মোঃ সাদেক মোল্লা, সাং-বিল্লাসারা, থানা-পূবাইল, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৭৮/১৯, ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৪। মোঃ শরীফুল ইসলাম(৫০), পিতা-নাসির উদ্দিন, সাং-উজিরপুরা, থানা-পূবাইল, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৭৯/১৯, ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫। মোঃ রাশিদুল ইসলাম(২১), পিতা-মোঃ ফিরোজ মিয়া, সাং-বনদান, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮০/১৯, ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৬। মোঃ ফরিদুজ্জামান নয়ন(২৮), পিতা-নাজিমুদ্দিন, সাং-কৃষি গবেষনা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮১/১৯, ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৭। মোঃ শরিফুল ইসলাম(৩০), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-চান্দনা চৌরাস্তা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮২/১৯, ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৮। শান্তনা বেগম(৩০), স্বামী-মোঃ আজিজুল হক, সাং- সাং-হাজীরবাগ, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮৪/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৯। আমেনা বেগম(২৭), স্বামী-মোঃ আতাউর রহমান, সাং-তরুবিথী, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮৫/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০। মোসাঃ সাথী বেগম(৩০), স্বামী-মৃত হরিছ, সাং-তুমুলিয়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮৬/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১১। শিরিন বেগম(৩৫), স্বামী-রিপন পাটোয়ারী, সাং-বুরা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮৭/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২। শিল্পী বেগম(৩০), স্বামী-মকবুল হোসেন, সাং-হাজীবাগ, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮৮/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৩। মোসাঃ কামরুনাহার(৩০), স্বামী-মৃত জাহাংগীর হোসেন, সাং-ইছা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৮৯/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৪। মোসাঃ আমেনা বেগম(৩০), স্বামী-মোস্তফা, সাং-হাজীবাগ, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৯০/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৫। মোসাঃ তানিয়া সুলতানা(৪৪), স্বামী-মৃত আবু বকর সিদ্দিক, সাং-বাঙ্গালগাছা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-৯১/১৯, ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড, প্রদান করেন।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর এ চিকিৎসার জন্য আগত রোগীদের ঠকিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে আসিতেছিল। উক্ত অভিযান শেষে ধৃত ১৫ জন আসামীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান কর্তৃক প্রতারণার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক দন্ডবিধি ১৮৬০ ধারা ২৯১ মোতাবেক ধৃত আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ০৩(তিন) দিন এবং সর্বনি¤œ ০২(দুই) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here