গাজীপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় হতাশ নেতাকর্মীরা

0
187
728×90 Banner
  1. ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের ৬ টি আসনের মধ্যে ৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলেও গাজীপুর-১ ও ৬ আসনে প্রার্থী ঘোষণা না করায় হতাশ হয়ে পড়েছেন এখানকার বিএনপির সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা। বিশেষ করে গাজীপুর-৬ নয়া সংসদীয় আসনে কেন প্রার্থী ঘোষণা করা হলো না এনিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। টঙ্গী গাছা ও পূবাইল থানার আংশিক নিয়ে গঠিত গাজীপুর-৬ এর আসনটি রাজধানী ঢাকার উত্তর সীমানা সংলগ্ন হওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজীপুর-৬ আসনটি। রাষ্ট্রিয় রাজনীতির উত্থান পতনে ব্যাপক ভুমিকা রয়েছে গাজীপুর-৬ সংসদীয় আসনটির। গাজীপুর-৬ নতুন আসনটিতে বিএনপির ৮ নেতা নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা দেন। এদের মধ্যে ৪ বাঘা বাঘা নেতা ব্যাপক আলোচনায় রয়েছেন প্রার্থী তালিকায়। মনোনয়ন দৌড়ে যারা এগিয়ে আছেন তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকর সভাপতি আলহাজ্ব মোঃ সালাহ উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা প্রফেসর বসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন এবং মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট। গাজীপুরের ৬টি আসনের মধ্যে আজ যে ৪টি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তারা হলেন, গাজীপুর-২ মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ রিয়াজুল হান্নান ও গাজীপুর-৫ ফজলুল হক মিলন। স্হানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজধানী ঢাকার উত্তর সীমানা সংলগ্ন গুরুত্বপূর্ণ গাজীপুর-৬ আসনে শীর্ষ নেতৃত্ব কাকে রেখে কাকে বিএনপির মনোনীত প্রার্থী দেবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় প্রার্থী ঘোষণা স্থগিত হতে পারে। আবার অনেক বিশ্লেষক বলছেন, প্রার্থী ঘোষণায় গাজীপুর-৬ আসন বিএনপির প্রার্থী ঘোষণা স্হগিতের পেছনে বিএনপির জোটে থাকা কাউকে হয়তো আসনটি ছেড়ে দিতে হতে পারে এজন্য ঘোষণা স্থগিত রাখা হয়েছে মনোনয়ন পাওয়ার তালিকায়! বিশ্লেষকদের ধারণা, এমনও হতে পারে এই আসনে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে! আবার এমনও হতে পারে টাকা পয়সায় বিত্তশালী ও স্হানীয় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির অধিকারী এমন প্রার্থী জামায়াত ও চরমোনাইর প্রার্থীর সঙ্গে টক্কর দিতে তাকে বেছে নিতে গাজীপুর-৬ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়ে থাকতে পারে! এদিকে জামায়াতে ইসলামী থেকে গাজীপুর-৬ আসনে দাড়িপাল্লা মার্কায় প্রার্থী করা হয়েছে ড. হাফিজুর রহমানকে এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী এম. এ. হানিফ সরকার। সাংগঠনিকভাবে এসব প্রার্থীদের সঙ্গে পাল্লা দিতেও গাজীপুর-৬ আসনে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব একজন শক্তিশালী ক্যান্ডিডেট খুঁজতে গিয়ে এমন স্থগিত! এদিকে আবার কেউ কেউ বলছেন, বাগেরহাটের ১টি আসন কেটে গাজীপুর-৬ নয়া সংসদীয় আসন করার পর বাগেরহাটের সংসদীয় আসনটি ফিরে পেতে বাগেরহাটবাসীর হাইকোর্টে করা রিটের জটিলতায় গাজীপুর-৬ আসনের প্রার্থী ঘোষণা স্হগিত হতে পারে এমন ধারণা! স্হানীয় রাজনৈতিক বিশ্লেষকরা আরও উল্লেখ করছেন, গাজীপুর-৬ আসনে যে ৮ জন বিএনপির মনোনয়ন পেতে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন, তাদের মধ্যে প্রায় সবাই কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কারোনা কারোর অনুসারী।এমন অনুসারীদের শীর্ষ নেতৃত্বের মধ্যে কেউ খালেদা জিয়ার অনুসারী আবার কেউ তারেক রহমানের, আবার কেউবা মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের, নজরুল ইসলাম খান বা রুহুল কবির রিজভীর অনুসারীও রয়েছেন তালিকায়! এমন নানা জনের নানা অনুসারীর নানা তদবিরে প্রার্থী ঘোষণায় হয়তো কঠিন জটিলতায় গাজীপুর-৬ আসন! কি কারনে গাজীপুর-৬ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি তা জানতে বিএনপির শীর্ষ নেতৃত্বের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে বলেন, “অপেক্ষা করেন শীঘ্রই তালিকায় নাম দেখতে পাবেন।”

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here