গাজীপুরে ভুমি জরিপে হয়রাণীর অভিযোগ

0
188
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর এলাকায় ভুমি জরিপে সাধারণ মানুষকে হয়রাণীর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুমি এসিল্যান্ড বরাবর মালিকানার উপযুক্ত কাগজপত্রের ব্যখ্যা দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত আবেদ আলীর ছেলে এমারত হোসেন।
গাজীপুর কাশেমপুর শারদাগঞ্জ এলাকার বাসিন্দা এমারত হোসেন বলেন, এলাকার চলমান ভুমি জরিপে মানুষকে অর্থের বিনিময় বিভিন্ন ভাবে হয়রানী করিতেছে। আমাদের ওয়ারিশান ও ক্রয় সূত্রে মালিকানা নিয়োজিত থাকিয়া দীর্ঘদিন যাবত পরমসুখে ভোগ দখল করিয়া আসিতেছে। বর্তমান হাল জরিপে ভুমি সার্ভেয়ার সোলেমান বিভিন্ন অজুহাতে আমাদের ভাতিজা মোসলেমের যোগসাজশে সম্পত্তির কিছু অংশ কাগজপত্র ভুল ব্যখ্যা দিয়ে হয়রাণী করিতেছে। আমি এ বিষয়ে ভুমি এসিল্যান্ড বরাবর মালিকার উপযুক্ত কাগজপত্রের ব্যখ্যা দিয়ে লিখিত অভিযোগ করেছি। উদ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে ন্যায় সমাধান পাবো বলে আশা করি।
এবিষয়ে কাশিমপুর ভুমি সার্ভেয়ার সোলেমান জানান, এ খতিয়ানের বিষয় যেহেতু আভিযোগ রয়েছে। বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাচাইর মাধ্যমে মালিকা রেকর্ড ভুক্ত করবেন। আমি কোন প্রকার অনৈতিক সুবিধা গ্রহন করি নাই বা কাউকে কোন হয়রানী করছি না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here