গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ সহযোগীসহ স্বতন্ত্র প্রার্থী গ্রেফতার বিষয়ে সেনা বাহিনীর ব্রিফিং

0
62
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বুধবার (৫ নভেম্বর) রাতে যৌথ বাহিনী বিশেষ অভিযানে গাজীপুর-৩ আসনের এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীসহ ৭মোট জনকে আটক করা হয়। এসময় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি বেতার (ওয়াকিটকি) সেট, চারটি লাঠি (বেটন), দুটি ইলেকট্রিক শক ডিভাইস, একটি হ্যামার নেল গান ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে গ্রেফতারকৃতদের স্বজন ও সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে: কর্নেল লুৎফর রহমান। ব্রিফিং এ তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসি, ডাকাত সর্দার, বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here