গোবিন্দগঞ্জে মদ্যপ বিপুল চৌধুরীর হাতে ট্রাক ড্রাইভার সহ তিনজন আহত

0
427
728×90 Banner

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে মদ্যপ বিপুল চৌধুরীর হাতে ট্রাক ড্রাইভার সহ তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়।
জানাযায়, ১ এপ্রিল রাত ১১.৩০ মিনিট। ঢাকা থেকে সান ট্রেডার্স এর সিমেন্ট বোঝাই ট্রাক নাকাই হাটের পথে যাচ্ছিল।গোবিন্দ গঞ্জের চান পাড়া (ধরমপুরের দক্ষিনে) নামক স্থানের আগে বিপুল চৌধুরীর কার গাড়ি হর্ন দিচ্ছিল।কিন্তু রাস্তার দুই পাশ খোড়া এবং ট্রাক লোড থাকায় যথাসময়ে সাইড দিতে ব্যর্থ হয় ট্রাক ড্রাইভার শামিম। পরে প্রসস্থ জায়গায় ট্রাকড্রাইভার বিপুল চৌধুরীকে সাইড দেয়। সাইড দিতে দেরী হওয়ায় বিপুল চৌধুরী ট্রাকড্রাইভার শামিমের প্রতি ক্ষীপ্ত হয়।ধরমপুর বাজারে এসে বিপুল চৌধুরী,সজীব এবং কার গাড়ির ড্রাইভার আলামিন ভারি লাঠি,অস্ত্রসহ ট্রাকড্রাইভার শামিমকে এলোপাতাড়ি মারপিট করে। পরে বস্ত্রহীন অবস্থায় জীবন বাচানোর ভয়ে ট্রাক ড্রাইভার শামিম পালিয়ে যায়।রাত ১২.৫৫ মিনিটে স্থানীয় লোকের ফোনে মোটরসাইকেল যোগে সাদেকুর রহমান সান, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ-সম্পাদক আতিকুর রহমান জয় এবং সাংবাদিক কামরুল হাসান প্রিন্স ধরমপুর বাজার পৌছায়।এ সময় জয় বিপুল চৌধুরীকে মামা বলে সম্বোধন করে বলেন,মামা কি হয়েছে এখানে,এই কথা বলার সাথে সাথেই মদ্যপ বিপুল চৌধুরী হকিস্টিক হাতে জয়কে শরীরে আঘাত করতে থাকে অন্যদিকে সজিব এবং কার ড্রাইভার আল-আমিন, সান এবং কামরুল কে লাটি দিয়ে সজোড়ে আঘাত করতে থাকে। পরে স্থানীয় জনতা এবং ৯৯৯ এ ফোন দিয়ে প্রশাসনের সহযোগিতায় সান,জয়,কামরুল প্রানে বেচে যায়। গোবিন্দগঞ্জ পুলিশের এ এস আই মুশফিকসহ স্থানীয় জনতা আহতদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে সহায়তা করে। কর্তব্যরত চিকিৎসক ট্রাকড্রাইভারের মাথায় ১০ টি সেলাই করে সান,জয় এবং কামরুল কে প্রাথমিক চিকিৎসা দেয়।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় ট্রাক ড্রাইভার শামিম বাদি হয়ে বিপুল চৌধুরীসহ তিন জনের নামে একটি মামলা দায়ের করে।
পরবর্তী প্রসঙ্গে, গত ৩ এপ্রিল ট্রাক ড্রাইভার শামিমকে মারার জেরধরে গোবিন্দগঞ্জ মটর-ট্রাক শ্রমিকেরা হরিরামপুর ইউনিয়নের মোজাপাগলার মাজার এলাকায় বিপুল চৌধুরীকে মারধার করে।সেই সুত্র ধরে, গত ৪ এপ্রিল দুপুর ১ টায় বিপুল চৌধুরীর লালিত মাদক ব্যবসায়ী সজীব,তারিক,রকি সহ সন্ত্রাসী দেশীয় অস্ত্র,বেকি,রামদা দিয়ে নাকাই হাটে যেয়ে সান ট্রেডার্স দোকান এবং বাড়ীতে হামলা করে।পরে স্থানীয় জনতা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তবে,ধরমপুরের স্থানীয় জনতার অভিযোগ, বিপুল চৌধুরী প্রতিদিনই নেশা করে মাতলামি করে অনেককেই মারধর করে।সেই সাথে রাখালবুরুজ ইউনিয়নের বি এন পি’র সভাপতিত্বের দাপটে স্থানীয় যুবকদের দিয়ে মাদক ব্যবস্যা পরিচালনা করে আসছে বলেও জানান তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here