
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঈদে বন্দরনগরীর সড়ক ফাঁকা হলেও ভিড় লেগেছে বিনোদন কেন্দ্রগুলোতে; সাগরের সৌন্দর্য আর নির্মল হাওয়ার আতিথেয়তায় পতেঙ্গা সৈকত যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও নেভাল, ফয়’স লেক, চিড়িয়াখানা ও শিশু পার্কগুলোতেও ভিড় করছেন নানা বয়সী মানুষ। ঈদের দিন উপস্থিতি কিছুটা কম থাকলেও গত বৃহস্পতিবার ঈদ বিনোদনপ্রেমীদের ঢল নেমেছে। টানা কয়েক দিনের তাপদাহের পর স্বস্তি আসে ঈদের আগের দিনের বৃষ্টিতে। দেশের বিভিন্ন স্থানে ঈদের দিন বৃষ্টি হলেও বন্দরনগরী চট্টগ্রাম ছিল কিছুটা ব্যতিক্রম। ঈদের সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সারা দিন আর বৃষ্টি হয়নি। তবে ঠাÐা আবহাওয়া চট্টগ্রামবাসীর ঈদ আনন্দে যোগ করেছে নতুন মাত্রা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত অভিমুখে সকাল থেকেই জন¯্রােত। নানা বয়সী মানুষের মিলনমেলা বসেছে এ সৈকতে। সৈকতে এসে কেউ মেতেছেন সমুদ্র স্নানে, কেউবা উড়াচ্ছেন ঘুড়ি, অনেকে চড়ছেন আবার স্ডি বোটে। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন আফজালুর রহমান। পরিবারের কিছু সদস্য স্পিড বোটে চড়ে সমুদ্র স্নানে নেমেছেন। আর আফজালুর ছেলেকে নিয়ে সৈকতের পাড়ে উড়াচ্ছেন ঘুড়ি। ঈদের পরদিন গত বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেকেই ঘুরতে আসেন পরিবার নিয়ে। ছবি: সুমন বাবু তিনি বলেন, অন্যান্য বারের তুলনায় এ বছর পতেঙ্গা সমুদ্র সৈকত আরও বেশি আকর্ষণীয় হয়েছে। অন্যান্য বছর সৈকতে হাঁটাহাঁটিতে তেমন কোনো সুবিধা না থাকলেও নির্মাণাধীন আউটার রিং রোডের কারণে সৈকতে বিভিন্ন উন্নয়ন হওয়ায় মানুষ ভালোভাবে ঘোরাঘুরি করতে পারছেন। এছাড়াও সৈকতে ঘোরাঘুরির জায়গাও বেড়েছে। আফজালুর জানান, ঈদ লম্বা ছুটি পেলেও এবার বাড়ি যাননি তারা। বাড়ির অনেকে এসেছেন শহরে। সব মিলিয়ে এবারের ঈদের আনন্দটা তাদের অনেক বেশিই হচ্ছে। “গরম কম থাকায় সৈকতেও ঘোরাফেরা করে আনন্দ পাওয়া যাচ্ছে।” সৈকতে ঘুড়ি বিক্রেতা রহমান জানান, প্রতিটি ঘুড়ি বিক্রি করছেন ১৭০ থেকে ২৫০ টাকায়। সাধারণ সময়ে পাঁচ থেকে ১০টি করে ঘুড়ি বিক্রি হলেও এখন হচ্ছে অনেক বেশি। ছোট-বড় নানা বয়সী মানুষ ঘুড়ি উড়াচ্ছেন সৈকতে। ঈদের পরদিন গত বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়। ছবি: সুমন বাবু ঈদের আনন্দ নির্বিঘœ করতে সমুদ্র সৈকতে নেওয়া হয়েছে নানা নিরাপত্তা ব্যবস্থা। নগর পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, সমুদ্র সৈকত এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নের কারণে সৈকত আরও দর্শনীয় হয়েছে মানুষের কাছে। ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক সমাগম হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। গত বৃহস্পতিবার এ সংখ্যা আরও অনেক বেশি। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন খুশি মনে ঘুরতে পারে তাই আমাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা সমুদ্রে গোসল করতে নামছেন তাদের দেওয়া হচ্ছে নানা ধরনের সতর্কতামূলক বার্তা।”
ঈদের পরদিন গত বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেকেই ঘুরতে আসেন পরিবার নিয়ে। ছবি: সুমন বাবু এ ছাড়া ইভটিজিং রোধেও সাদা পোশাকের পাশাপাশি নারী পুলিশ ও টুরিস্ট পুলিশ সদস্যরাও টহলে আছেন বলে জানান ওসি উৎপল।
সৈকতে গিয়ে দেখা গেছে ভিড়ের মধ্যে বন্ধু, ভাই কিংবা পরিবারের সদস্যকে হারিয়ে ফেলেছেন অনেকে। তারা গিয়ে যোগাযোগ করছেন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে মাইকে কিছুক্ষণ পরপর ঘোষণা আসছে নাম ধরে। পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি মানুষের ভিড় দেখা গেছে ফয়’স লেক ও সীওয়ার্ল্ডে। নানা বয়সী মানুষের ভিড় লেগেছে সেখানে। ফয়’স লেকে ৪০০ টাকায় এবং সী ওয়ার্ল্ডে প্রবেশ করতে দিতে হচ্ছে ৬০০ টাকা। আর সী ওয়ার্ল্ডে পেছনের গেইট দিয়ে কেউ প্রবেশ করলে তাকে গুণতে হবে ৪৫০ টাকা। তবে ফয়’সলেক হয়ে সীওয়ার্ল্ডে প্রবেশ করলে মিলছে নৌকা ভ্রমণের বাড়তি সুবিধা। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলে ঘোরাঘুরিসহ বিভিন্ন রাইডেও চড়তে পারেন দর্শনার্থীরা। ফয়’স লেক এমিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা কনকর্ডের উপ-ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ বলেন, ঈদের দিন বেলা ২টা থেকে খোলা হয়েছিল ফয়স’লেক ও সী ওয়ার্ল্ড। আর বন্ধ হয়েছিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। চার-পাঁচ ঘণ্টায় অনেক মানুষের সমাগম হয়েছিল। লোক সমাগম গত বৃহস্পতিবার আরও বেশি হচ্ছে বলে জানান তিনি।
বিশ্বজিৎ বলেন, গত বৃহস্পতিবার সকাল ১১টায় খোলা হেয়েছে ফয়স’লেক ও সীওয়ার্ল্ড। খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সকাল থেকে সীওয়ার্ল্ডে নানা বয়সী মানুষের চাপ বাড়ছে। ঈদের ছুটিতে চট্টগ্রামের অনেকেই ছুটছেন ফয়’স লেকে। ছবি: সুমন বাবু তবে বিকালে ফয়’সলেকে মানুষের ভিড় বেশি বলে জানান তিনি। পরিবার নিয়ে ফয়’সলেকে ঘুরতে যাওয়া নাসির উদ্দিন চৌধুরী বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে এসেছি বেড়াতে। বয়স্করা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তরুণরা করতে পারে মজা।
তবে অনেকের আবার সাধ থাকলে সাধ্য থাকে না ফয়’লেকে ঢোকার। তাদের অনেকেই প্রবেশ করছেন পাশের চিড়িয়াখানায়। চিড়িয়াখানার সাদা বাঘ, উট পাখি, এমুপাখি, জেব্রাসহ বিভিন্ন ধরনের পাখিগুলো আকৃষ্ট করছে দর্শনার্থীদের। ঈদের আগে চট্টগ্রাম চিড়িয়াখানা সাজানো হয়েছে নতুন রূপে। পশ্চিম পাশের পাহাড়ে রিটেইনিং ওয়াল তৈরি করে সাজানো হয়েছে নানা রকমের পশুপাখির ছবি দিয়ে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ বলেন, এ বছর দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করে অনেক কিছু দেখতে পাচ্ছেন। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড রাখা হয়েছে। ঈদের পরদিন গত বৃহস্পতিবার চট্টগ্রামের চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ছবি: সুমন বাবু ঈদের দিন চিড়িয়াখানায় ৫০ টাকা করে টিকিট কেটে ১১ হাজার দর্শনার্থী এবং গত বৃহস্পতিবার ১৭ হাজার দর্শনার্থী প্রবেশ করেছে বলে জানান তিনি। এদিকে পারকী সমুদ্র সৈকত, কর্ণফুলী নদীর পাড়সহ বিভিন্ন পার্কেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে।
