চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবকদল নেতা রানা আবারো আটক

0
71
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ০৪ আগস্ট ২০২৫ তারিখ ১৫৩০ ঘটিকায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুদ রানা (৩৫) কে হাতেনাতে চাঁদা আদায়ের ২,৩০,০০০ (দুই লক্ষ তিরিশ হাজার) টাকা ও ইয়াবাসহ আটক করে। গত ০৩ আগস্ট রাতে তিন যুবককে ব্যক্তিগত টর্চার সেলে বন্দী করে নির্যাতন চালিয়ে চাঁদা আদায় করেন এই শীর্ষ সন্ত্রাসী। এই অভিযোগ প্রাপ্তির প্রেক্ষীতে অভিযান পরিচালনা করে উক্ত চাঁদাবাজকে আটক করা হয়। উল্লেখ্য মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং সেপ্টেম্বর ২০২৪ এ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক চাদাবাজির দায়ে গ্রেফতারকৃত আসামী। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে তিনি আবার কর্মকান্ড পরিচালনা করছিলেন। তার কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ এবং বিরক্ত। তার গ্রেফতারের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। পরবর্তীতে আইনী পদক্ষেপের জন্য উক্ত আসামীকে খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here