চাঁদাবাজির ভিডিও করার সময় টঙ্গীতে সাংবাদিক লাঞ্ছিত

0
85
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পরিবহনে চাঁদাবাজির ভিডিও ধারণ করার সময় চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত হয়েছেন কালের কণ্ঠের ভিডিও প্রতিবেদক মো. আল আমিন। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আল আমিন জানান, টঙ্গী বাসা থেকে ঢাকায় যাওয়ার পথে টঙ্গী স্টেশন রোডে সিএনজি থেকে চাঁদা তুলতে দেখেন তিনি। পরে ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করতে থাকলে এক পর্যায়ে চাঁদাবাজরা তাকে লাঞ্ছিত করে।তাকে হুমকিধমকি দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে টেনে হেনস্তা করে তারা। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আল আমিন বেঁচে যায়।
স্থানীয়রা জানায়, টঙ্গী স্টেশন রোডে বিভিন্ন যানবাহন থেকে গত ৫ আগস্টের পর চাদা আদায় কিছুদিন বন্ধ থাকলেও আবার চাঁদা তোলা শুরু হয়।তারা আরো জানায়,টঙ্গী স্টেশন রোডসহ টঙ্গীর সব স্ট্যান্ডে নতুন আঙ্গিকে চাঁদাবাজি শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী বিএনপির এক নেতার ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র চাঁদাবাজি করছে। এসব বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here