
এস,এ,মনির হোসেন জীবন : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের মালামাল চুরি করে ধরা পড়ে অবশেষে চাকরী হারিয়েছেন বিমান বাংলাদেশ এয়াররলাইন্সের তিন ট্রাফিক হেলপার । তারা হলেন-আক্তারুল ইসলাম (সি নম্বর-৫৬৩০), আসাদুজ্জামান (সি-৪৩৭১) ও মো. আক্কাস আলী (সি নম্বর-৫১৫১)। তারা অস্থায়ী ট্রাফিক হেলপার হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন।
শাহজালাল বিমানবন্দর ট্রাফিক শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. গোলজার হোসেন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাত্রীদের লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত
শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ট্রাফিক হেলপার আক্তারুল ইসলাম, আসাদুজ্জামান ও মো. আক্কাস আলী তিনজন এক সাথে মিলে বিদেশ থেকে আগত এক যাত্রীর লাগেজ খুলে তার ভেতর থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করছিলেন। এ সময় গোপনে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত তাদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে চুরির ঘটনার দায়ে ধৃত জনকে ৩ জুলাই ছয় মাস ও তিন মাস করে কারাদন্ড দেন বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত ১৮ জুলাই তাদের চাকরি থেকে অব্যাহতি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
শাহজালাল বিমানবন্দরে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর ট্রাফিক শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. গোলজার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।






