
ডেইলি গাজীপুর প্রতিবেদক : কলেজ পড়ুয়া কন্যা ও ইংলিশ মিডিয়াম স্কুল পড়ুয়া পুত্র ফেলে, স্বামীকে তালাক দিয়ে নিজ ছাত্র এবং বিদ্যালয়ের প্রাক্তন কেরানী বর্তমানে মাদারীপুরে চাকুরীরত পুলিশ কনস্টেবল-এর সাথে পরকিয়ার টানে ঘর ছেড়েছে নরসিংদী সদর থানার নজরপুর ইউনিয়নের ছগরিয়া পাড়ায় প্রতিষ্ঠিত ‘ মূতিউল্লাহ ভূঞা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামিমা বেগম। ছাত্র-প্রেমিককে বিয়ে করার পর গত ২৬ জুন স্কুলে যথারীতি শিক্ষকতা পেশায় ফিরতে চাইলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অপসারণের দাবীতে চলমান পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করে।
একইভাবে এলাকার অভিভাবকদের মাঝেও বিক্ষোভ দেখা দেয়। অভিভাবকদের কথা হলোঃ “ নৈতিক স্খলন যার ঘটেছে,তাকে আমরা বিদ্যালয়ে দেখতে চাই না। তাকে রাখলে,আমরা এ স্কুল থেকে আমাদের সন্তানদের অন্য কোন স্কুলে নিয়ে যাবো। বিদ্যালয়ের শিক্ষকরাও ছাত্র-অভিভাবকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। গতকাল সকালে ফোনে যোগাযোগ করলে প্রধান শিক্ষক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে পরামর্শক্রমে শামিমা বেগমকে স্কুল থেকে বের করে দিয়ে শিক্ষার্থীদের শান্ত করি এবং যথারীতি পরীক্ষা কার্যক্রম চলমান থাকে। পরবর্তীতে তাকে নিয়মানুযায়ী শো’কজ করা হয়েছে।
এর আগে শামিমা বেগম নামের এক ফেইস বুক আইডিতে একটি স্টেটাস পাওয়া যায়। এনিয়ে নজরপুর ইউনিয়নবাসীর মাঝে চরম ক্ষোভ লক্ষ্য করা যায়। স্টেটাসে যা লিখা হলো তা হচ্ছে-“আমি শামিমা বেগম-আমাকে কেউ অপহরণ কিংবা জোর জবরদস্তি বা কোন কিছুর প্রলোভন দেখিয়ে আনেনি। দীর্ঘদিন ধরে তাকে আমি চিনি ও জানি। এই চেনা জানা সম্পর্কের মাঝখানে একসময় আমি তার প্রেমে পড়ে যাই এবং তাকে প্রবলভাবে ভালবেসে ফেলি। তাকে ছাড়া আমার চলছিলো না বিধায় আমি সম্পূর্ণ স্ব ইচ্ছা ও স্বজ্ঞানে ভালোবেসে আইনগত ভাবে নাঈম কে বিয়ে করেছি। আমার আগের সংসারে শান্তি ছিল না বিধায় আমি আগের সংসার ছেড়েছি। আমি গত ১০/০৩/২০১৯ইং তারিখে আমার সাবেক স্বামীকে ডিভোর্স প্রদান করি।
এদিকে শামিমার স্বামী আসাদুজ্জামান নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ করেন যে, গত ২১ জুন শামীমা বেগম তার ঘর থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা ও ৮ভরি স্বর্ণালংকার নিয়ে ছেলে-মেয়ের সামনেই ঘর থেকে বেড়িয়ে গেছে। স্কুল শিক্ষিকার এই ঘটনায় এবং তাকে স্কুলে যোগদানে কুচক্রী মহলের তৎপরতার কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মোবাইলে আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের শামিমা হুমকি দিচ্ছেন বলে জানান আসাদুজ্জামানের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু।
