জনপ্রশাসন পদক অর্জন করেন নরসিংদীর ডিসি

0
229
728×90 Banner

নরসিংদী প্রতিনিধি: জাতীয় পাবলিক সার্ভিস দিবস – ২০১৯ উপলক্ষে ‘জনপ্রশাসন পদক-২০১৯’ অর্জন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। সৈয়দা ফারহানা কাউনাইনের নিজস্ব চিন্তায় অনন্য ও ব্যতিক্রমী এক উদ্যোগ “কর্মসংস্থান নরসিংদী”র মাধ্যমে এ অঞ্চলের (নরসিংদী জেলার) বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করেন। নরসিংদী জেলাকে বেকারমুক্ত করার প্রয়াসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জনপ্রশাসন পদক- ২০১৯’ প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক প্রদান করেন।
‘কর্মসংস্থান নরসিংদী’ উদ্যোগটির মাধ্যমে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় চার শতাধিক বেকার যুবক যুবতিকে চাকুরী প্রদান করা হয়। এছাড়াও চাকুরী প্রদানের জন্য বিভিন্ন বয়সের বেকার কর্মক্ষম পুরুষ ও নারীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম প্রদান অব্যাহত রয়েছে। এ উদ্যোগটিকে আরও স¤প্রসারিত ও সদূর প্রসারী করার লক্ষ্যে ইতিমধ্যে “কর্মসংস্থান নরসিংদী” নামে একটি মোবাইল এ্যাপ ও ওয়েবসাইট প্রণয়ন করা হয়েছে। বেকারত্ব দূরীকরণে ‘কর্মসংস্থান নরসিংদী’ উদ্যোগটি হতে পারে সারা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল।
এর আগে নরসিংদী জেলায় প্রাথমিক শিক্ষা খাতে ব্যাপক কর্মকান্ডের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০১৮ সালের জাতীয় শিক্ষা পদকের তালিকায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২০১১-২০১২ অর্থবছরের কর্মকান্ড মূল্যায়নের প্রেক্ষিতে দেশের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা অর্জণ করেন সৈয়দা ফারহানা কাউনাইন। গত বছরের ১১ মার্চ নরসিংদীতে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ২০ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here