জবাবটা কী দারুণভাবেই না দিলেন ওয়ার্নার!

0
209
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: শাহিন আফ্রিদির বলটা ব্যাটের কানায় লেগে ¯িøপে দাঁড়ানো আসিফ আলীকে ফাঁকি দিয়ে চলে গেল বাউন্ডারির বাইরে। পেছন ফিরে একবার দেখেই আর অপেক্ষা করলেন না ডেভিড ওয়ার্নার। শূন্যে লাফিয়ে উঠে সেই পরিচিত উদ্যাপনটি করলেন। সঙ্গে ওয়ার্নারের মুখের চওড়া হাসিটাই বলে দিচ্ছিল, এই সেঞ্চুরি তাঁর কাছে কতটা আকাক্সিক্ষত, কতটা দামি! ওয়ানডে ক্যারিয়ারে এর আগেও ১৪টি সেঞ্চুরি করেছেন। কিন্তু গতকালের সেঞ্চুরিটার চেয়ে স্বস্তি সম্ভবত আর কোনো ইনিংসে পাননি। গত কয়েক দিনে তো আর কম সমালোচনা হয়নি। গতকালের ইনিংসটি দিয়ে সেই সব সমালোচনাকে যেন এক ঝটকায় বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেললেন। ভারতের বিপক্ষে হারের জন্য অনেকেই দুষেছিলেন ওয়ার্নারের ধীর গতির ইনিংসকে। ৩৫৩ তাড়া করতে নেমে করেছিলেন ৮৪ বলে ৫৬। একেবারেই স্বভাববিরুদ্ধ। টেস্টেই যার স্ট্রাইক রেট ৭৫ ছুঁই-ছুঁই, সেই ওয়ার্নারই বাউন্ডারির জন্য কেমন হাঁসফাঁস করছিলেন! নিয়মিত সিঙ্গেলসও নিতে পারছিলেন না। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি করতেও খেলেছিলেন ৭৪ বল। রসিকতা করে অনেকেই বলেছিলেন, আগামি অ্যাশেজের প্রস্তুতিটাই নেওয়া শুরু করলেন কিনা! অথচ, সবশেষ আইপিএলে তাঁর স্ট্রাইকরেট ১৪৪। সব সমালোচনার জবাব দেওয়ার জন্য প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানকেই বেছে নিলেন ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ তিনটি ওয়ানডেতেই সেঞ্চুরি করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম সেঞ্চুরিটাও করলেন সেই পাকিস্তানের বিপক্ষেই। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে সবশেষ চার ওয়ানডেতে চার সেঞ্চুরি হলো ওয়ার্নারের। শুধু ওয়ানডেতে নয়, পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ ৩ টেস্টেও ২টি সেঞ্চুরি আছে ওয়ার্নারের। তবে সেঞ্চুরির চেয়েও বড় হয়ে উঠছে ওয়ার্নারের ব্যাটিংয়ের ধরন। শুরু থেকেই গতকাল আড়ষ্ট ভাব ছিল না ব্যাটিংয়ে, অ্যারন ফিঞ্চের সঙ্গে তাল মিলিয়ে রান তুলেছেন। ফিফটি ছুঁয়েছেন মাত্র ৫১ বলে, তাতে চার ৬টি। ফিফটির পরেও একই গতিতে রান তুলেছেন। শেষ পর্যন্ত ১১ চার ও ১ ছয়ে ১০২ বলে তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি, শাহিন আফ্রিদির বলেই ফিরেছেন ১১১ বলে ১০৭ রান করে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইংলিশ দর্শকদের দুয়োর শিকার হয়েছিলেন ওয়ার্নার। ওয়ার্নারের ব্যক্তিগত ম্যানেজার জেমস আর্সকিন তখন জানিয়েছিলেন, মুখে নয়, সেঞ্চুরি করেই জবাব দেবেন ওয়ার্নার। জবাবটা বোধ হয় এর চেয়ে ভালো উপায়ে দেওয়া সম্ভব ছিল না!

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here