জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে যুবলীগের আলোচনা সভা

0
126
728×90 Banner

অলিদুর রহমান অলি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল গাজীপুর মহানগরের ১৫ নং ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে ভোগড়া মধ্যে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন সার্বজনীন অবিসংবাদিত নেতা। খুনিরা তাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক পিছিয়ে ফেলে দিয়েছিল। বঙ্গবন্ধুর পরবর্তী সরকারগুলো দেশের উন্নয়নের চেয়ে নিজেদের আখের গোছানোর চিন্তায় মগ্ন ছিল। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করেছিল।
কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় জাতির জনকের সুযোগ্য কন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
কিন্তু স্বাধীনতার পরাশক্তি এখনো সক্রিয়। তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগের উপর বারবার আঘাত হেনেছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারেনি। গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে সকল শহীদদের জন্য দোয়া করা হয় এবং গণভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here