
নরসিংদী থেকে হলধর দাস: “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস নরসিংদীতে উদযাপন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি, নরসিংদীর এর উদ্যোগে গতকাল রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী জেলা জজ কোর্ট প্রাঙ্গন হতে শুরু হয়ে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে জজ কোর্ট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নারী ও শিশু জজ মোঃ জুয়েল রানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শারমিন জাহান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মেহের নিগার সূচনা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক এড. তারেক মোহাম্মদ লুৎফর রহমান সরকার প্রমুখ। এ দিবসটি পালন উপলক্ষে লিগ্যাল এইড সংক্রান্ত একটি মেলার আয়োজন করা হয়। মেলায় ৭ টি স্টল বসানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জেলা লিগ্যাল এইড কমিটি, সিভিল সার্জন অফিস, মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) ও ব্র্যাক এর স্টল।
