জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

0
290
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক শোক তিনি বার্তায় বলেন, শামিম কবির বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূত। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে। তিনি একাধারে একজন সফল ক্রীড়াবিদ, সফল অধিনায়ক। কিংবদন্তি তুল্য এ ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
১৯৭৭ সালের জানুয়ারিতে এমসিসির বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখে, সে ম্যাচের অধিনায়ক ছিলেন শামিম কবির।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here