
ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ হারুন-অর- রশিদের ভাবী আয়েশা বেগম ও সোসাইটির যুগ্ম মহাসচিব নিখিল চক্রবর্তীর একমাত্র সন্তান কবিতা রাণী চক্রবর্তীর মৃত্যুতে সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ এবং মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের আত্মার শান্তি কামনা করেন।
বিবৃতিতে জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ হারুন-অর- রশিদের সর্বজ্যেষ্ঠ ভ্রাতা প্রয়াত এড. গিয়াস উদ্দিন মিয়ার স্ত্রী আয়েশা বেগম (বয়স ৬৯) দীর্ঘদিন বিভিন্ন রোগব্যাধীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৮ জুলাই রবিবার রাত ১০ টা ২৪ মিনিটে কুষ্টিয়া শহরের পেয়ারাতলাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ১ কন্যা ও ২ পুত্র সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯ জুলাই সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের বড় কবরস্থানে মরহুমার নামাজে জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়। মরহুমা আয়েশা বেগম একজন দয়ালু, পরোপকারী ও পরহেজগারি মহিলা হিসেবে অতি সুপরিচিতা ছিলেন।
জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ এবং মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক শোক বার্তায় আয়েশা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ পরম করুনাময় আল্লাহর দরবারে মরহুমার জান্নাতুল ফেরদৌস কামনাসহ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের এই শোক সহ্য করার আল্লাহর রহমত কামনা করেন।
যুগ্ম মহাসচিব নিখিল চক্রবর্তীর একমাত্র সন্তানের মৃত্যু
আপর দিকে জাতীয় সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নিখিল চক্রবর্তীর একমাত্র সন্তান কবিতা রাণী চক্রবর্তী (বয়স ১৪) তিন দিন অসুস্থ থাকার পর ১৯ জুলাই সকাল ১০টায় ঢাকার ধোলাইপাড়স্হ পৈতৃক বাসভবনে মৃতুবরণ করে।
১৯ জুলাই সকালে কবিতা রানী চক্রবর্তী একটু সুস্থ বোধ করলে সে তার পিতামাতার সাথে একত্রে নাস্তা খাওয়ার পর সামান্য পাতলা পায়খানা করে। তাকে ঔষধ সেবন করানোর পর সে শরীর ছেড়ে এলিয়ে পড়লে তখন ঢাকার শেরে বাংলা নগরস্থ নিউরো হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। ১৯ জুলাই সন্ধ্যা ৭ টায় ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে তার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
কবিতা রাণী চক্রবর্তী ঢাকার ধোলাইপার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। তার অদম্য ইচ্ছা ছিল,সে মেডিকেল কলেজে লেখাপড়া শেষ করে ডাক্তার হয়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। কবিতা রাণী চক্রবর্তীর সেই স্বপ্ন আর পূরণ হলো না!
কবিতা রাণী চক্রবর্তী ছিল অসাধারণ মেধাবী, শান্ত ও পরোপকারী মেয়ে। এই বয়সেই সে তার বান্ধবী ও এলাকার গরীব ছেলেমেয়েদের বিনামূল্যে অত্যন্ত দরদ ও মমতা দিয়ে পড়াতো। এই সুদর্শিনী, লক্ষ্মী, মেধাবী, পরোপকারী পিতৃ ও মাতৃভক্ত মেয়েকে ছেড়ে তার পিতা নিখিল চক্রবর্তী এবং মাতা বকুল চক্রবর্তী কিভাবে এই শোক সইবেন – এটাই এখন সবার চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ এবং মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক শোক বার্তায় সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করেন – কবিতা রাণী চক্রবর্তীর বিদেহী আত্মার উপর শান্তি বর্ষিত হোক এবং তার পিতামাতা, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশি ও শুভাকাঙ্ক্ষীগণ যেন এই শোক সহ্য করে শোককে শাক্তিতে পরিণত করতে পারেন – সেই ক্ষমতা সৃষ্টিকর্তা তাদেরকে প্রদান করেন।
