জায়গা জমি সংক্রান্ত বিরোধ মা মেয়ের উপর সন্ত্রাসী হামলা

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পাঁচদিন অতিবাহিত হলেও তুরাগ থানায় মামলা নেয়নি। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে পুলিশসহ এলাকার সাধারণ মানুষ। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরুন নেছা ও তার মেয়ে কবিতার ওপর তার সহধর চাচাতো ভাই রিপন মিয়া, রুবেল মিয়া ও মাসুদ দেশীয় অস্ত্র রড, বাঁশ, ইট দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করে। স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসে। এ সময় মেহেরুন নেছার মাথায় ৮টি সেলাই করে এবং তার মেয়ে কবির মাতায় ১১টি সেলাই করে। গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়। এব্যাপারে মেহেরুন নেছা তুরাগ থানায় অভিযোগ করতে গেলে আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় থানা থানা পুলিশ মামলা নেয়নি। মামলা না নিয়ে স্থানীয় তুরাগ থানাধীন নয়ানগর এলাকার কাউন্সিল নাসির উদ্দিনের সাথে সমঝোতা করার দায়িত্ব দেন। কিন্তু অদ্যবদি তা সমাধান করা হয়নি।
জানা যায়, স্থানীয় হাজী আমির আলী ও কবির হোসেন সহধর ভাই। তাদের পিতার ওয়ারিশ সূত্রে দুই ভাইয়ে সমান মালিক। কিন্তু তা না করে হাজী আমির আলী সম্পূর্ণ জায়গা-জমি একাই ভোগদখল করে যাচ্ছে। তার সহধর ভাই কবির হোসেন মানসিক রোগী হওয়ায় তার স্ত্রী মেহেরুন নেছা জায়গা-জমি সংক্রান্ত বিষয়টি জানতে চাইলে এবং ওয়াশি দাবী করলে হাজী আমির আলীর ছেলে রিপন, রুবেল ও মাসুদ তার চাচী মেহেরুন নেছার ওপর দেশেীয় অস্ত্র নিয়ে হামলা করে মাথা ফাটিয়ে দেয়। এ সময় তার মেয়ে কবিতা তার মাকে উদ্ধার করতে আসলে তার উপর হামলা করে মাথা ফাটিয়ে দেয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যায়।
আহত মেহেরুন নেছা বলেন, আমার শ্বশুর রুস্তম আলী ২০ বিঘার উপরে সম্পত্তির মালিক। আমার শ্বশুর মারা যাওয়ার পর এ সম্পত্তি ৪ ভাই ও ৩ বোনের মধ্যে ভাগবাটোয়ারা হবে। কিন্তু আমার স্বামী কবির হোসেনকে সম্পত্তি না দিয়ে তা আমার ভাশুর হাজী আমির আলী ও তার সন্তানরা জবরদখল করে ভোগদল করছে। কিন্তু আমার স্বামীকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমি আমার স্বামী ও সন্তানের অধিকারের জন্য সমাজের বৃত্তবান মানুষের কাছে ধারস্থ হয়েও তা উদ্ধার করতে পারছি না। তাই প্রশাসনের হস্তক্ষেপ কনা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here