
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কোতোয়ালী থানার সদরঘাট এলাকা থেকে (জামাতুল মুজাহিদীন বাংলাদেশ) নব্য জেএমবি’র নারী শাখার অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতের নাম, আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫)।
আজ ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে রাজধানীর কোতয়ালী থানার সদরঘাট এলাকা থেকে গোপনে অভিযান চালিয়ে ওই নারী জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, একটি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং দুই টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিএমপির সংবাদ বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয়।
