
এস,এম,মনির হোসেন জীবন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরেছেন আরও ৪১৪ বাংলাদেশি।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় তাদের বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ সকালে গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। শাহজালাল বিমানবন্দর সুত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনায়ভাইরাস ( কোভিড-১৯) প্রার্দুভাবের কারণে সৌদি আরবে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ ও সৌদি সরকারের সহযোগিতায় ৪১৪জন বাংলাদেশী নাগরিক আজ সকালে দেশে ফিরেছেন। এবিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
