জেল থেকে ছাড়া পেয়ে যা লিখলেন নুসরাত ফারিয়া

0
101
728×90 Banner

অনলাইন ডেস্ক: চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
বিকেল ৪টা ২০ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে নুসরাত লেখেন, “সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যাঁরা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।”
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর গতকাল সোমবার নুসরাত ফারিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। দুপুর ১২টার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার চলমান গণ-আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। পরে গত ৩ মে ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন তিনি। মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয় এবং প্রায় দুই সপ্তাহ পর নুসরাতকে গ্রেপ্তার করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here