টঙ্গীতে ছাত্রদলের বিজয় মিছিল

0
71
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না; আওয়ামী লীগের গুণ্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুণ্ডারা হুঁশিয়ার সাবধান; ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা; পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’-এসব স্লোগানকে সামনে রেখে বিজয় মিছিল করেছে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল, পশ্চিম থানা যুবদল ও সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইমতিয়াজ আহমেদ সিজানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকা থেকে শুরু হয়ে কলেজ রোড, শাকিল সরণি, সফিউদ্দিন সরকার একাডেমি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এর আগে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পারভেজ জাকির পাপানা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক ঈশতিয়াক আহমেদ জীম, তৈয়ব হোসেন, ফজলে রাব্বী, রাসেল আহমেদ, কামরুল হাসান, শাহিন, শেখ ফরিদ, সাগর আহমেদ, আপন, কাউসার আহমেদ, শ্রাবণ, মিলন প্রমুখ।
পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও শিক্ষার্থীরা টঙ্গী সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ কোটা সংস্কার আন্দোলনকারী যত ভাই ও বোনেরা জীবন দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আমাদের নিরস্ত্র ছাত্রসমাজের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here