টঙ্গীতে টাকা না পেয়ে ৫৫০ পিচ ইয়াবা মামলায় চালান

0
286
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে টাকা না দেয়ায় এক গার্মেন্টস ব্যবসায়ীকে মাদক মামলায় চালান দেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানা পুলিশের বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাজীবাড়ি এলাকা থেকে গার্মেন্টস ব্যবসায়ী পারভেজকে (২৬) আটক করে পিএসআই রাজিব হোসেন ও ওএসআই মেজবাহ উদ্দিন । আটকের পর পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করে ওই দুই পুলিশ কর্মকর্তা।
আটক পারভেজের মা পাপিয়া বেগম অভিযোগ করে বলেন, বুধবার রাতে পারভেজ স্থানীয় আবেদা হাসপাতালে মেডিকেল রিপোর্ট ও ঔষধ আনতে বাসা থেকে বের হয়। পথিমধ্যে পুলিশের সোর্স শামীম ওরফে কটু শামীমের মাধ্যমে পিএসআই রাজিব হোসেন ও ওএসআই মেজবাহ উদ্দিন তাকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে থানায় গেলে পুলিশ কর্মকর্তা প্রথমে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মাদক ও হত্যা মামলায় চালানের হুমকি প্রদান করে ওই পুলিশ কর্মকর্তা। রাতভর দরকষাকষির একপর্যায়ে তিন লাখ টাকা দাবি করেন। এতো টাকা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে পিএসআই রাজিব হোসেন সকাল ১০টার মধ্যে সর্বশেষ ১ লাখ টাকা দিলে ছেড়ে দিবে বলে জানায়। সকালে বিভিন্ন জায়গা থেকে ৬০ হাজার টাকা সংগ্রহ করে থানায় গেলে ওই পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ৫৫০ পিচ ইয়াবার মিথ্যা মামলা দিয়ে পারভেজকে আদালতে প্রেরণ করেন। পারভেজের বিরুদ্ধে গাজীপুরের কোন থানায় মাদকের মামলা নেই বলেও দাবি করেন তার পরিবার।
এবিষয়ে পিএসআই রাজিব হোসেন টাকা দাবির বিষয়টি অস্বিকার করে ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তার পরিবারের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পারভেজকে ৫৫০ পিচ ইয়াবার মামলায় চালান দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here