

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জোতি (৩২)। ঘটনাস্থলে নিঁখোজ নারীর দ্রুত উদ্ধারের আহবান জানিয়েছেন ভিকটিমের চাচাতো বোন। আজ সোমবার বিকেল ৩টায় সরেজমিন গিয়ে এই তথ্য জানা যায়। গত রোববার রাত ৯ টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হয় ওই নারী।
ঘটনাস্থলে নিখোঁজ নারীর চাচাতো বোন শুকতারা ইসলাম ঐশি দাবি করেন, নিখোঁজ নারীর নাম ফারিয়া তাসনিম জোতি (৩২)। চুয়াডাঙ্গা সদর থানার বাগান পাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে সে। জোতি মিরপুরে বসবাস করতেন ও নিকুঞ্জ এলাকার মনিট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেল্স ম্যাজেজার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় ফুটপত দিয়ে পার হতে গিয়ে প্রায় ১০ ফুট গভীরতার ড্রেনে পড়ে যান জ্যোতি। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে হারিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ারসার্ভিসের ডুবুরি দলসহ তিনটি ইউনিটের সদস্যরা অভিযান চালায়। প্রায় ১ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ জ্যোতির সন্ধান এখনও মেলেনি।
গত রোববার টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে সিটিকরপোরেশনের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিঁখোজ হয় সে। রাতে ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একজন নারী ম্যানহোলে পড়ে যায়। তারপর আমাদের পরিবারের লোকজন তার মোবাইল নম্বরে যোগাযোগ করলেও তাকে পাওয়া যাচ্ছে না। তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর খোজাখুজি করে গতকাল হোসেন মার্কেট এসে জানতে পারি একজন নারী ম্যানহোলে পড়ে গেছে।
তিনি দাবী করেন, ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও তার বোন এখনো উদ্ধার হয়নি। তিনি অবিলম্বে তার বোনকে উদ্ধারের দাবি জানান।
সরেজমিন জানা যায়, নিখোঁজকে উদ্ধারে ফায়ার সার্ভিস ১৮ ঘণ্টা ধরে চেষ্টা করছে। ড্রেনের পানিতে তীব্র স্রোত থাকায় ভিকটিমের লোকেশন সনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থল এলাকায় ড্রেনের অনেক ঢাকনাই এখনো খোলা দেখা যায়। খোলা ঢাকনায় তীব্র স্রোত লক্ষ্য করা গেছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিখোঁজ নারী এখনো উদ্ধার হয়নি। অভিযান বেগবান করা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, “আমাদের তিনটি ইউনিট উদ্ধার অভিযানে ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের ২০জন কর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা জ্যোতির লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে প্রবল পানির স্রোত এবং ড্রেনের গভীরতা উদ্ধার কাজকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত লাশের সন্ধান মেলেনি। তবে ড্রেন থেকে ওই নারীর জুতা পাওয়া গেছে বলে দমকল বাহিনীর টঙ্গীর সিনিয়র অফিসার শাহিন আলম দাবি করেছেন। নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (২৬) বলে তাঁর স্বজনদের দাবি।নিখোঁজ জ্যোতির চাচাতো বোন সামিয়া আক্তার নিঝুম জানান, ডুবুরিরা ড্রেন থেকে যে জোড়া জুতা উদ্ধার করেছে সেটি তার বোন জ্যোতির এবং তিনিই জ্যোতিকে ওই জুতা কিনে দিয়েছিলেন।
