টঙ্গীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সভা লিফলেট বিতরণ ও জনসংযোগ

0
58
728×90 Banner

অলিদুর রহমান অলি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীতে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইদ্রিস শরিফ এবং সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো: আরিফ হোসেন হাওলাদার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে।” তিনি অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। তাই বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার প্রতিষ্ঠা ও অর্থনীতির পুনর্গঠন সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন দিপু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here