টঙ্গীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

0
62
728×90 Banner

অলিদুর রহমান অলি: “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই” এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেলে টঙ্গী প্রেসক্লাবে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: মেরাজ উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো: অলিদুর রহমান অলি, শফিউদ্দিন খান শিপলু, মো: রফিকুল ইসলাম, মো: জহিরুল ইসলাম প্রধান, মো: আকরাম হোসেন, মো: সেলিম, মো: আবুল কালাম, মো: রুবেল খান, মো: আক্তার হোসেন ও মো: রেজাউল বারী রাজা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৭টি বছর মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা সাধারণ মানুষের উপর নিপিরন-নির্যাতন চালিয়েছে। কেউ মুখ খুলে কথা বলতে পারেনি। তারা মানুষের কন্ঠকে স্তব্ধ করে দিয়েছে। মানুষের অধিকার কেরে নিয়েছে। এখন মানুষ তার মন খুলে কথা বলতে পারছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই প্রতিবাদ করা হবে। আমাদের এই সংগঠনের নেতাকর্মীরা মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। আলোচনা সভা শেষে টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here