টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠানও রিকসার গ্যারেজ আগুনে পুড়ে ছাই

0
375
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় সালাউদ্দিনের মালিকানাধীন ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রিকসার গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশনের তিন ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আগুনে ৯টি ঘর ও বিভিন্ন ধরনের আসবারপত্র ভস্মীভুত হয়ে গেছে।
আজ সোমবার সকালে টঙ্গী পূর্ব থানার দক্ষিণ আরিচপুর এলাকায় বসত বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান আজ আগুন লাগার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সকাল সোয়া ৮টার দিকে মো. সালাউদ্দিনের মালিকানাধীন ঘরগুলোতে আগুন লাগে। মুহুর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শীখা গুলো চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে তিন ইউনিটের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা একটানা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপন করেন।
এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ জানান, আগুনে বিভিন্ন ধরনের মালামালসহ ছোট-বড় ৯টি ঘর আগুনে পুড়ে যায়। ঘরগুলোতে রিকশার গ্যারেজ, পুরাতন বস্তা-কাগজ লাকড়ি সহ বিভিন্ন ধরনের আসবারপত্র ছিল। বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here