টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

0
78
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে কামরুজ্জামান (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সামসু (৩২), রনি (২২) ও পলাশ (৩০)।গতকাল বুধবার ভোররাতে স্থানীয় দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ৩টার দিকে ওই এলাকায় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে এলাকাবাসী এগিয়ে আসেন। সেখানে গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় লোকজন টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের হাঁটু এবং উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here