টঙ্গীতে র‌্যাবের অভিযানে ১১ ছিনতাইকারী গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার

0
329
728×90 Banner

মৃণাল চৌধুরী সৈকত : টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও মটরসাইকেল আরোহীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নিকট থেকে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১ এর সদস্যরা।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ আলমগীর (৫০), মোঃ আব্দুল হালিম, মোঃ খোকন মিয়া (৫০), মোঃ অরুন মিয়া (৩৫), মোঃ সেন্টু মিয়া (৩৫), মো.আলমগীর (২০), মোঃ রফিক (২৮), মোঃ শাকিল, মোঃ নুর আলম (২৪), মোঃ বাদশা (১৯), মোঃ বিশাল খান, গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০২ টি ধারালো ছোরা, ০২ টি চাপাতি, ০১ টি ছিনতাইকৃত ট্যাব, ১২টি মোবাইল ফোন ও নগদ ১৬,৯১০/- টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব -১ সূত্র আরো জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় সাধারণ লোকজনকে দেশীয় অস্ত্রের ভয়-ভীতি প্রদর্শণ করে তাদের মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। এই চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফাঁকা ও নির্জন স্থানে ওৎ পেতে থাকে এবং রাস্তায় গাড়ি ও পথচারী দেখা মাত্রই তাদের গতিরোধ করে শারিরীক নির্যাতন করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here