
গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড টঙ্গী পাগাড় মধ্যপাড়া এলাকায় বর্ষা (১৩)নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা একটি সাধারণ ডায়রী করা হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রী প্রীতি রানী বর্ষার বাবা স্বপন বাবু বলেন আমার মেয়ে টঙ্গী পূর্ব থানা পাগাড় পাঠানপাড়া আলী পাঠান স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীতে পড়াশোনা করত। গত ২১/০৮/২০২১ইং বিকাল ৩ ঘটিকার সময় আমার মেয়ে বাসার সামনে হাঁটাহাঁটি করার জন্য বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি । আশেপাশের সকল জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ২২/০৮/২০২১ ইং তারিখে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করি.যাহার জি,ডি নাম্বার ২০৫৪। নিখোঁজ স্কুল ছাত্রী প্রীতি রানী বর্ষার গায়ের রং ফর্সা,মুখমন্ডল গোলাকার,উচ্চতা ৫ ফুট পড়নে সবুজ কালার থ্রি-পিস ও পেস্ট কালারের প্লাজো পরিহিত ছিল।
যদি কেহ তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানায় অথবা তাহার পরিবারের সাথে এই নাম্বারে ০১৯৯১৬৩৬৯৯৩ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।






