টঙ্গীতে হরতাল অবরোধের প্রতিবাদে যুবলীগ নেতা কাইয়ুম সরকারের নেতৃত্বে শান্তি মিছিল

0
121
728×90 Banner

মো: শাহজালাল দেওয়ান: বিএনপি জামায়াতের অবরোধ হরতালের প্রতিবাদে সাবেক ছাত্রনেতা,গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইয়ুম সরকারের নেতৃত্বে টঙ্গীতে হরতাল বিরোধী শান্তি মিছিল কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে দিনব্যাপি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী কলেজ গেট,হোসেন মার্কেট সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। এসময় শান্তি মিছিলে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য বদরুল আলম পাশা,মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি লিটন মহাজন,মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু,আওয়ামী লীগ নেতা খোকন শেখ, যুবলীগ নেতা শফি আহমেদ,মুন কিবরিয়া প্রমুখ।শান্তি মিছিল শেষে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইয়ুম সরকারের বলেন বিএনপি জামায়াত হরতাল ও অবরোধ নামের জালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের তান্ডব চালিয়েছে এর তিব্র নিন্দা জানিয়ে তিনি বলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল ও মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয় সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য গাজীপুর মহানগর যুবলীগ রাজপথে থেকে অতন্ত্র প্রহরি হিসেবে সব সময় সজাগ রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here