

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য প্রবীণ শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব ইদ্রিস আলী মাস্টার বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ’ন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা সাতরং সাহেব বাড়ি দারুস সালাম জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ মরকুন সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।






