ডিয়াবাড়ী মডেল হাইস্কুলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

0
121
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানী তুরাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডিয়াবাড়ী মডেল হাইস্কুল মাঠে প্রথম আন্ত:হাউজ বাস্কেটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ দুপুরে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) সকালে ও দুপুরে তুরাগের ডিয়াবাড়ীতে মরহুম তোতা মিয়া মাতবর ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্ট ও আয়োজক কমিটি সূত্রে জানা যায়,প্রথম আন্ত:হাউজ বাস্কেটবল টুর্নামেন্টের এবারের আসরে মেয়েদের ৫টি ও ছেলেদের ৪টি দল অংশ গ্রহণ করে। বালিকা ফাইনালে ৮ম শ্রেনি বনাম ১০ম শ্রেনি অংশ নেয়। আজকের ফাইনাল খেলায় ৩-১০ পয়েন্টে ৮ম শ্রেণিকে পরাজিত করে ১০ম শ্রেনি জয়লাভ করে। এতে ম্যান অফ দ্যা ফাইনাল ট্রফি পান ফারজানা (১০ম) ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন মেহেজাবিন (১০ম)। ব্লু টাইটান বনাম ইয়েলো কিং ৬ – ৭ পয়েন্টে ইয়েলো কিং জয়লাভ করে। ম্যান অফ দ্যা ফাইনাল : ফাইয়ান (৮ম) ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন নিহাদ (৯ম)।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিয়াবাড়ী মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা এডভোকেট মো: আরিফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা শেখ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: সাগর আহাম্মেদ আইরিন সুলতানা, উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, স্কুলের সিনিয়র শিক্ষক (ইংরেজি) জুলেখা বেগম, শিক্ষক মো: তারেক, অন্যান্য সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ, খেলোয়াড় ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন । বাস্কেটবল টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক মো: রাশেদ , মো: মামুন , সহকারী শিক্ষিকা মোছাম্মদ আমেনা আক্রার, পপিও সিন্থি । খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here