ডুয়েট: সমকামিতার অভিযোগে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
সমকামিতার অভিযোগ এনে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডুয়েট কর্তৃপক্ষ। এব্যাপারে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, গত ১৯ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দুইটি হলে কিছু শিক্ষার্থী কয়েক শিক্ষার্থীকে গেস্টরুমে আটক করে তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনে বিক্ষোভ করে এবং তাদের হল থেকে বহিষ্কারের দাবি জানান। পরে তারা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সঠিক তদন্ত ও ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে জরুরি এক সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
২২জুলাই কেএনআই হলের তিন জন এবং এসটি হলের দুইজনসহ মোট ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের নোটিশ দিয়ে হল থেকে বের করে দেয়া হয়।
এরপর ২৪ জুলাই একই অভিযোগে কেএনআই হলের একজন এবং বিজয় ২৪ হলের আরেকজন শিক্ষার্থীর বিরুদ্ধে আবেদন করলে তাদেরও নোটিশ দিয়ে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি অত্যন্ত সেনসিটিভ বিদায় তদন্তের স্বার্থে ও ডুয়েটের শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেছেন, ডুয়েটে সমকামিতা ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীরা কয়েক মাস ধরে এ সমকামিতার তথ্য—প্রমাণ সংগ্রহ করেছে ।
তারা বলেন ডুয়েট হলে এধরনের শিক্ষার্থী আরো আছে। তাদেরকে শুধু হল থেকে নয়, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে৷
ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস আরো বলেছেন, গত ২০ জুলাই এঘটনায় ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার পরে ডুয়েটের বোর্ড অফ ডিসিপ্লিনের মিটিংয়ে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here