ঢাকার ৫ ও ১৮ আসনের উপ- নির্বাচনে লড়তে চায় বিএনপি

0
186
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা মহানগরীর সবকটি নির্বাচনী আসনের মধ্যে ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন দুটি গুরুত্বপূর্ণ । এই আসন দুটির সংসদ সদস্যরা মারা যাওয়ার কারণে শিগগিরই উপ-নির্বাচনের তারিখ ঘোষণা হবে । এরই মধ্যে বড় দুটি দলের একাধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। বিএনপি সূত্রে জানা গেছে, বগুড়া-১ ও যশোর-৬ আসনে করোনা পরিস্থিতির কারণে নির্বাচন ছেড়ে দিলেও ঢাকার এই আসন দুটিতে লড়তে চান তারা । পুরো প্রস্তুতি নিয়েই মাঠে থাকবে বিএনপি । আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও এ্যাডঃ সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ ও ঢাকা-৫ আসনে উপ নির্বাচন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে । বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকার গুরুত্বপূর্ণ এই আসন দুটিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে দুই আসনে সম্ভাব্য চারজন প্রার্থীকে তারা মাঠে কাজ করতে বলেছে। ইতোমধ্যে ওই প্রার্থীরা মাঠে কাজও শুরু করেছেন। এলাকাভিত্তিক সাধারণ জনগণের সঙ্গে তারা যোগাযোগ করছেন। করোনাকালে বিভিন্ন রকমের সহযোগিতা করছেন। কেউ কেউ ইতোমধ্যে নির্বাচনী কেন্দ্রভিত্তিক কমিটি গঠনও শুরু করেছেন । খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-৫ আসনে মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর কাজী আবুল বাশারকে মাঠে কাজ করতে বলা হয়েছে। এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়া হবে । অপরদিকে ঢাকা-১৮ আসনে একাদশ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সে সময় বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার কথা ছিল যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবেক ছাত্র নেতা এসএম জাহাঙ্গীরকে। কিন্তু জোটের কারণে জাহাঙ্গীর মনোনয়ন পাননি। এবার তাকে মাঠে কাজ করতে বলা হয়েছে । অপর দিকে মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিনকেও মাঠে কাজ করতে বলেছে হাই কমান্ড। সেক্ষেত্রে জাহাঙ্গীর অথবা কফিল উদ্দিনের মধ্যে যে কোনো একজন এই আসনে মনোনয়ন পাবেন । তারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। সবাই বলছেন, হাই কমান্ড মনোনয়ন দিলে আমরা নির্বাচনে অংশ নেব। সব ধরনের প্রস্তুতি আছে । কফিল উদ্দিন আহমেদ উত্তরার আদি বাসিন্দা । টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলেন । উত্তরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও অভিভক্ত ঢাকা মহানগর বিএনপির প্রচার সম্পাদকও ছিলেন । বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক। ব্যক্তিগতভাবে সে একজন ব্যবসায়ী। এফবিসিসিআই, বিজিএমইএর সদস্য। নতুন সংগঠন অটো ব্রিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঢাকা-১৮ আসনের অপর প্রার্থী মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন মহানগরের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন । ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ ৩০/৩৫ বছর বিএনপির জন্য ব্যয় করেছেন । সাতটি থানা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে ৫ লাখ ৫৮ হাজার ভোটার। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তিনি নিয়মিত । সারাদেশের ৩০০ আসনের মধ্যে এই আসনে বিএনপি অনেক বেশি সংগঠিত। এই আসন দুটির একাধিক বি এন পির কর্মী সমর্থকরা বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের নেতাকর্মীরা করোনাকালে এমনিতেই মাঠে আছে। জনগণের পাশে দাঁড়াচ্ছে। বি এন পির সকল কর্মী সমর্থকরা আসন্ন উপ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here