ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই হাজতির মৃত্যু

0
221
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই হাজতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. তুহিন (৩০) ও মো. সজল (৪৫)। তারা দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিলেন। মঙ্গলবার বিকেলে তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে বিকেলে তারা দুইজন মারা যান।
মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও কারারক্ষী সবুজ মিয়া আজ জানান, নিহত হাজতি তুহিনের বাবার নাম মফিজ উদ্দিন। তার হাজতি নম্বর ১২৮৭৮/১৯। সজলের বাবার নাম আব্দুল আলিম। তার হাজতি নম্বর ১৯৪৭০/১৯। তারা দুজন মঙ্গলবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৪টায় তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here