তালায় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

0
177
728×90 Banner

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে ৬ষ্ঠ দিনে সুফলভোগী মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ¯িœ সিগ্ধা খাঁ বাবলী, মৎস্য সম্প্রসারণ অফিসার সত্যজিৎ সানা প্রমুখ।
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৫ম দিন শনিবার সকালে তালা উপজেলায় মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ ও পানিতে ভেজানোর জন্য মোঃ কামরুল ইসলাম গাজী নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাদরা বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা সত্যজিত সানাসহ মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here