
মোঃ ইলিয়াছ মোল্লা: রাজধানীর তুরাগ থানাধীন নয়ানগর মাদ্রাসা মোড় থেকে এক ইয়াবা কারবারিকে পাকড়াও করেছে জনতা । মঙ্গলবার বিকাল ৫টার দিকে মোঃ কাওসার (৩০) নামে, এক ইয়াবা কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নয়ানগর মাদ্রাসা মোড় এলাকায় আসে । এসময় তার আচরণ দেখে সন্দেহ হয় স্থানীয় লোকজনের । এক পর্যায় স্থানীয়রা চতুর দিক থেকে ঘেরাও করে পাকড়াও করে ইয়াবা কারবারি মোঃ কাওসারকে । এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে স্থানীয়রা । পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে থানায় খবর দেয় । খবর পেয়ে তুরাগ থানার এস আই সাহিন হোসেন খান ও এ এস আই হরিদাস রায় সঙ্গীও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে । গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। যার নং ২৫, তাং ২৩/৪/২০১৯ইং । ঘটনার সত্যতা নিশ্চিত করে, তুরাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ দুলাল হোসেন বলেন, গ্রেপ্তার কৃত কাওসার তুরাগের চিহ্নিত মাদক ব্যবসায়ী । আমরা কয়েকদিন যাবত তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে আসছিলাম । আজ ইয়াবা ক্রয় বিক্রয়ের সময়, এলাকাবাসী তাকে পাকড়াও করে থানায় খবর দিলে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে । এলাকাবাসী কতৃক ইয়াবা কারবারি আটকে, তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । গ্রেপ্তারকৃত মোঃ কাওসার তুরাগের চন্ডল ভোগ এলাকার আব্দুল আলীর ছেলে ।
