তুরাগে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ

0
136
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর তুরাগে চাকরি দেওয়ার কথা বলে ( নিপা ছদ্ব নাম) এক তরুণী (১৯) কে ধর্ষণের অভিযোগে মো. বশির (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা রয়েছে। শুক্রবার (১৫ মার্চ) মধ্যরাতে তুরাগের ধউর পূর্ব পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৬ মার্চ) তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত বশির তুরাগের ধউর পূর্ব পাড়া এলাকায় থাকতেন। এর আগে গত বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় বশিরের বর্তমান ঠিকানার বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই এলাকার কতিপয় নামধারী নেতা–কর্মীরা পাঁয়তারা করেছে। তারা সেটি ৫০ হাজার টাকার বিনিময়ে বিচার-সালিসের মাধ্যমে মীমাংসা করার চেষ্টাও করেছেন। পরে বিষয়টি নিয়ে সঠিক সুরাহা না হওয়ায়। গোপনে খবর পেয়ে ধর্ষককে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ধর্ষণের অভিযোগে ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বশিরকে গ্রেপ্তারের করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে ।’
এসআই আবুল খায়ের বলেন, ‘ধর্ষক ও ভুক্তভোগী পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। তারা পূর্ব পরিচিত। ভুক্তভোগী তরুণীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে বশির তার বাসায় নিয়ে যায়। বাসা খালি থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে বশির।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here