তুরাগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা

0
314
728×90 Banner

মো্ল্লা তানিয়া ইসলাম তমাঃ ডি এম পির তুরাগ থানার উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে, সচেতনতা ও আইনি সহায়তা (টঘঋচঅ) বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয় । ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় থানা মিলনায়তনে বিভিন্ন শ্রেণী- পেশার লোকজন নিয়ে অনুষ্ঠিত সভায়, সভাপতিত্ব করেন তুরাগ থানার অফিসার ইনচার্জ নুরুল মোত্তাকিন । তুরাগ থানার সকল স্টাফদের সার্বিক তত্ত¡াবধায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সচীন মলি­ক । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিট পুলিশের সভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক, তুরাগ থানার পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ সফিউল­াহ, পরিদর্শক ( অপারেশন ) মোঃ দুলাল হোসেন, ঢাকা উত্তর সিটির সংরক্ষিত ৫২,৫৩, ও ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কমলা রানী মুক্তা, আওয়ামীলীগ নেতা শিব চরন বিশ্বাস শিবু, শিল্পপতি হাজী মোঃ ওমর আলী, মোঃ রেজওয়ান খান, মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্বাস উদ্দিন সহ বিপুল সংখ্যক এলাকাবাসী, তরুণ-তরুণী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি সচিন মলি­ক, প্রথমেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কালজয়ী কবিতা পাঠের মাধ্যমে তার বক্তব্য শুরু করেন, “বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর/বিশ্বে যা-কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি/অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী/নরককুন্ড বলিয়া কে তোমা করে নারী হেয়জ্ঞান?/তারে বলো, আদি-পাপনারী নহে, সে যে নর-শয়তান/এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল/নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল/জ্ঞানের ল²ী, গানের ল²ী, শস্য ল²ী নারী/সুষমা-ল²ী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি/পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ/কামিনী এনেছে যামিনী-শান্তি,সমীরণ, বারিবাহ কবিতার মর্মার্ত যদি সবাই বুঝতো অনেক বদলে যেতো সমাজের চিত্র। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশে আইনের কোনো ঘাটতি নেই। তারপরও নির্যাতন বাড়ছেই। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সমাজে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পাল্টানোসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি কৌশল ও পদক্ষেপ নিলে নারী নির্যাতনের মাত্রা কমানো সম্ভব হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রতিটি স্তরে জবাবদিহি বাড়াতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here