
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকা থেকে ১৭০০পিস ইয়াবা ট্যাবলেট ও ১নারীসহ ৩পুরুষ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । ২৫শে জুন মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন ১। মাসুদ রানা (৪৮), ২। বাবুল আহম্মেদ (৩৬), ৩। সাকু (৩৬), ৪। মোছাঃ খালেদা বেগম (৩০) । তুরাগ থানার এস আই শাহিন হোসেন খান ও এ এস আই হরিদাস রায় জানান, ২৫শে জুন মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, জানতে পারি তুরাগ থানাধীন উত্তর বাউনিয়া চান মোহাম্মদ খানের বাড়ির সামনে, পাকা রাস্তার উপর ৪জন ইয়াবা কারবারি ইয়াবার একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে । আমরা তৎক্ষণাৎ ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, উপরোক্ত ৪ ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হই । এ সময় ৪জনের দেহ তলাশি করে মোট ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত মাসুদ রানা, ভোলা জেলার, চরফ্যাশন থানার, নিল কমল গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং মোছাঃ খালেদা বেগম মাসুদ রানার স্ত্রী । গ্রেপ্তারকৃত বাবুল আহম্মেদ, ময়মনসিংহ জেলার, ঈশ্বর গঞ্জ থানার, মাঝের চর এলাকার মৃত আলী আহম্মদের ছেলে ও গ্রেপ্তারকৃত সাকু, রাজধানীর পলবী থানার, ৮৮ বাইগারটেক এলাকার সাহাব উদ্দিনের ছেলে । বর্তমানে তুরাগের বাউনিয়া এলাকার চান মোহাম্মদ খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত । ঘটনার সত্যতা নিশ্চিত করেন তুরাগ থানার পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ সফিউলাহ । তিনি আরও জানান, আটক কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে যার নং-২৭ তাং ২৫/৬/২০১৯ইং । আটক কৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে ২৬ শে জুন আদালতে প্রেরন করা হয়েছে ।
