দক্ষিণখানের খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

0
248
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে একই ব্যক্তির খণ্ডিত মরদেহের মস্তক উদ্ধার করেছে পুলিশ। খণ্ডিত অংশের সাথে মস্তক মিলিয়ে পরিচয়ও নিশ্চিত করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে দক্ষিণখান গাওয়াইর ভূঁইয়াবাড়ি এলাকার ময়লার স্তূপে একটি ব্যাগের ভেতর থেকে মস্তকটি উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, গেল সোমবার দুপুরে রাজধানীর দক্ষিণ খান থানা এলাকায় খণ্ডিত মরদেহের কিছু অংশ ও বিমানবন্দর থানা এলাকায় কিছু অংশ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উদ্ধার হয় মরদেহের মাথার অংশ।
মরদেহের খণ্ডিত অংশ ও মাথা দেখে পরিবারের লোকজন পরিচয় নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (২৫)। তাদের বাসা দক্ষিণখান এলাকাতেই। মৃত হেলাল দক্ষিণখানে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
ময়নাতদন্ত শেষে হেলাল উদ্দিনের ভাই হুজাইফার কাছে খণ্ডিত দুই অংশ হস্তান্তর করা হয় এবং মস্তকটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই জয়নাল আরও জানান, ঠিক কি কারণে এই ক্ষুদ্র ব্যবসায়ীকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here