দেশে একদলীয় শাসন কায়েম করে ভোটাধিকার হরণ করা হয়েছে: কমরেড.সামাদ

0
208
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এক দলীয় শাসন কায়েম করে জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করেছে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর সাধারণ সম্পাদক ও সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মাছ মার্কার প্রার্থী কমরেড ডা: এম. এ. সামাদ।
আজ ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার সকাল ১১:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর উদ্যোগে “ফিরিয়ে দাও গণতন্ত্র” স্লোগানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. এম. এ. সামাদ বলেন, “দেশে এখন এক দলীয় শাসন কায়েম করা হয়েছে। সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। জনগনের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনঃরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।”
তিনি আরো বলেন, “১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদের পতন হলেও জাতি এখনো গণতন্ত্রের মুখ দেখতে পারে নি। যখন যে দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারাই ক্ষমতাকে কুক্ষিগত রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কেড়ে নিয়েছে মানুষের বাকস্বাধীনতা, হরণ করেছে ভোটের অধিকার, গণতন্ত্রের মুখোশে প্রতিষ্ঠা করেছ স্বৈরতন্ত্র।”
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড বিন ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক কমরেড বায়েজিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী কমরেড শামসুল হক সরকার, দপ্তর সম্পাদক কমরেড বিধান দাস, কমরেড রাসেল, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here