নবদম্পতি নুসরাত-নিখিলকে তারকাদের শুভেচ্ছা বার্তা

0
246
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী তথা সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গত বুধবার তুরস্কের বোদরুম শহরে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় নুসরাতের। প্রকাশ্যে এসেছে নবদম্পতির ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের খবর সবাইকে জানিয়েছেন নবদম্পতি। আর তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তনুশ্রীসহ টালিগঞ্জের তারকারা।
মাইক্রো-বøগিং সাইট টুইটারে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎ লিখেছেন, ‘অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। চিরসুখী হও। ঈশ্বর আমার দেবীকে আশীর্বাদ করুন।’জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘অভিনন্দন প্রিয়! দেখতে দারুণ লাগছে।’বিয়ের ছবিতে পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চ‚ড়া ও কালিরাস, মাথায় টিকলি ও গলায় ভারী গয়নায় নুসরাতকে মোহময়ী লাগছে। নিখিল জৈনকে দেখা যাচ্ছে সাদা শেরোয়ানিতে। তাঁর মাথায় ছিল সাদা পাগড়ি। গলায় সবুজ মালা।
টালিগঞ্জে সাধারণত ডেস্টিনেশন ওয়েডিং দেখা যায় না। তবে গত বছর থেকে বিরাট কোহলি-আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন-রণবীর সিংসহ বেশ কিছু ডেস্টিনেশন ওয়েডিং দেখেছে বলিউড। আর নুসরাত-নিখিলের বিয়েটাও হলো সেই বলিউডি কায়দায়।
১৮ জুন ছিল নুসরাতের মেহেদি ও সংগীত অনুষ্ঠান। মেহেদিতে নুসরাত সেজেছিলেন বোহেমিয়ান স্টাইলে। সংগীতে পরেছিলেন ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলের পোশাক।
শোনা যাচ্ছে, খুব দ্রæতই ভারতে ফিরবেন নুসরাত ও নিখিল। ২৫ জুন আইনি মতে বিয়ে সারবেন তাঁরা। আগামি ৪ জুলাই কলকাতায় রয়েছে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের পর ইউরোপে মধুচন্দ্রিমা কাটাবেন এ দম্পতি। সূত্র : জি নিউজ

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here